হোয়াটসঅ্যাপ অ্যাপে যোগ হচ্ছে বার্তা অনুবাদের নতুন ফিচার!


হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো নতুন একটি গুরুত্বপূর্ণ ফিচার। এবার থেকে চ্যাট কিংবা চ্যানেলের বার্তা সরাসরি অ্যাপেই অনুবাদ করে নেওয়া যাবে, তাও আবার কোনো রকম বাহ্যিক সার্ভার ছাড়াই।

অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ 2.25.12.25-এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ফিচারটি আপাতত সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য উপলব্ধ। গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপ বেটা ব্যবহারকারীরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

বিশ্লেষক প্ল্যাটফর্ম WABetaInfo জানিয়েছে, নতুন এই অনুবাদ ব্যবস্থা সম্পূর্ণভাবে অন-ডিভাইস প্রযুক্তির মাধ্যমে কাজ করে, অর্থাৎ ব্যবহারকারীর বার্তা বা ডেটা কোনোভাবেই ইন্টারনেট বা মেটার সার্ভারে পাঠানো হয় না।

এই অনুবাদ টুলের মাধ্যমে ব্যবহারকারীরা আলাদা ভাষা প্যাক ডাউনলোড করে চ্যাটের সময়ই বার্তা অনুবাদ করতে পারবেন। প্রাথমিকভাবে স্প্যানিশ, আরবি, হিন্দি, রাশিয়ান ও পর্তুগিজ (ব্রাজিল) ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া, একটি ভাষা শনাক্তকারী প্যাকও সংযোজিত হয়েছে, যা গ্রুপ চ্যাটে ব্যবহৃত বিভিন্ন ভাষা সনাক্ত করে নিজ থেকেই অনুবাদের ব্যবস্থা নিতে সক্ষম।

যদিও এই অনুবাদ সম্পূর্ণরূপে ফোনেই প্রক্রিয়াজাত হয়, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে যে, এটি ক্লাউড-ভিত্তিক অনুবাদ পরিষেবার মতো নিখুঁত নাও হতে পারে। তবে, ব্যবহারকারীদের প্রতিক্রিয়া জানাতে অ্যাপেই একটি ফিডব্যাক ফর্ম রাখা হয়েছে—যা সম্পূর্ণ নিরাপদ এবং কোনো তথ্য মেটার সঙ্গে শেয়ার করা হয় না।

ফিচারটি ব্যক্তিগত চ্যাট ছাড়াও গ্রুপ এবং পাবলিক চ্যানেলেও কাজ করবে। তবে এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না; ব্যবহারকারী চাইলে সেটিংস থেকে নিজেই একটিভ করতে পারবেন। এছাড়া, যেকোনো সময় ডাউনলোড করা ভাষা প্যাক সরানো বা মুছে ফেলার সুবিধাও থাকছে।

প্রাথমিকভাবে সীমিত পরিসরে শুরু হলেও, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফিচারটি ধীরে ধীরে সব ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে হোয়াটসঅ্যাপ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url