Ai স্ক্যান করবে ইনবক্স, মেসেজ আলাদা করবে TrueCaller


TrueCaller চালু করেছে নতুন ফিচার ‘মেসেজ আইডি’ যা এসএমএস ইনবক্সে আসল ও গুরুত্বপূর্ণ বার্তা শনাক্ত করতে সাহায্য করে।

এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ফোনের ইনবক্স স্ক্যান করা হয় এবং OTP, ডেলিভারি আপডেট, টিকিট বুকিং ইত্যাদি বার্তা আলাদা করে দেখায়।

ভেরিফায়েড বার্তার পাশে থাকবে সবুজ টিক চিহ্ন। ব্যবহারকারী সহজেই বুঝতে পারবেন কোন বার্তাটি আসল এবং কোনটি প্রতারণামূলক।

ফোনেই ইনবক্স বিশ্লেষণ হয়—ডেটা ডিভাইসের বাইরে যায় না, ফলে গোপনীয়তাও রক্ষা পায়।

ফিচারটি ভারতসহ ৩০টিরও বেশি দেশে চালু হয়েছে এবং ইংরেজি, হিন্দি, সোয়াহিলি, স্প্যানিশসহ বহু ভাষায় কাজ করতে পারে।

এই ফিচার চালু করতে হলে ফোনে ‘Read SMS’ ও ‘Display over other apps’ অনুমতি দিতে হবে।

এআই প্রযুক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তার ওপর ‘AI Generated Summary’ দেখায়, যাতে তথ্য এক নজরে বোঝা যায়।

এছাড়া ট্রুকলার iPhone ব্যবহারকারীদের জন্য নতুন API সাপোর্ট চালু করেছে, যা দিয়ে রিয়েল-টাইম কলার আইডি ও স্প্যাম ব্লক সুবিধা পাওয়া যাবে।

তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url