ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের নতুন আপডেট
● ভিডিওর দৈর্ঘ্য: আপনার ভিডিও কমপক্ষে ১৫ সেকেন্ডের বেশি হতে হবে।
● কপিরাইট মুক্ত কন্টেন্ট: আপনার কন্টেন্টে কোনো কপিরাইটযুক্ত উপাদান থাকা যাবে না।
● ব্র্যান্ড প্রমোশন নিষিদ্ধ: আপনার পেজে যদি ব্র্যান্ড প্রমোশন থাকে, তাহলে মনিটাইজেশন পাওয়া যাবে না।
● আপত্তিকর ভাষা পরিহার করুন: কোনো ধরনের অশালীন বা বেআইনি ভাষা ব্যবহার করা যাবে না।
● অযাচিত কলাবরেশন নয়: মনিটাইজেশনের নিয়ম ভঙ্গ হয় এমন কোনো কলাবরেশন করা যাবে না।
● সতর্কভাবে পোস্ট করুন: পোস্ট করার সময় ভালোভাবে যাচাই করে নিন, যেন পরবর্তীতে মুছতে (ডিলিট) না হয়।
● বিজ্ঞাপন নিষ্ক্রিয় হলে মনিটাইজেশন নষ্ট হবে: যদি কোনো কারণে আপনার বিজ্ঞাপন চালানোর সুবিধা ডিজেবল হয়ে যায়, তাহলে আপনি মনিটাইজেশন সুবিধা পাবেন না।
● Engagement বাড়ানোর জন্য থার্ড পার্টি টুল ব্যবহার নিষিদ্ধ: ফেসবুক কৃত্রিম বা অনৈতিক উপায়ে এনগেজমেন্ট (লাইক, কমেন্ট, শেয়ার) বাড়ানো নিষিদ্ধ করেছে। আরো পড়ুন...
এছাড়া, ফেসবুকের নীতিমালা সবসময় মেনে চলতে হবে। যদি উপরের নিয়মগুলো ঠিকভাবে অনুসরণ করেন, তাহলে আপনার পেজ ফেসবুক মনিটাইজেশন পেতে সক্ষম হবে।
নিয়ম মেনে চলুন, ফেসবুক থেকে ইনকাম করুন!
