স্ক্যামারদের কবলে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড ছাড়াই একাউন্ট এক্সেস!
বর্তমানে ফেসবুক ব্যবহারকারীদের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে। স্ক্যামাররা এখন পাসওয়ার্ড ছাড়াই "ফেইক সাবমিশন" এর মাধ্যমে ব্যবহারকারীদের একাউন্ট হ্যাক করছে। শুধু তাই নয়, তারা একাউন্টের ব্যক্তিগত মেসেজ, গোপনীয় চ্যাটসহ অন্যান্য সংবেদনশীল তথ্য সহজেই হাতিয়ে নিচ্ছে।
এর আগেও স্ক্যামাররা ভুয়া মৃত্যু সনদ ব্যবহার করে একাধিক ফেসবুক একাউন্ট ডিঅ্যাক্টিভেট বা মৃত ঘোষণা করেছে। এতে অনেকেই তাদের একাউন্ট পুনরুদ্ধারে পড়েছেন বিপাকে। বর্তমানে আরও নানা ধরনের স্ক্যাম ছড়িয়ে পড়েছে।
আপনি কিভাবে নিরাপদ থাকবেন?
● প্রতিদিন ফেসবুক একাউন্টে এক্টিভ থাকুন।
● মেসেঞ্জারে Secret Encryption চালু রাখুন।
● প্রয়োজনহীন মেসেজ বা স্টোরেজ ক্লিয়ার করুন।
● ব্যক্তিগত বার্তার জন্য Vanish Mode বা Secret Message ব্যবহার করুন।
সতর্ক থাকুন! নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করুন।
