হোয়াটসঅ্যাপ স্টোরি-তে স্ক্রিনশট নিলেই ধরা পড়বেন, জানতে পারবে মালিক!
মেটা আনছে নতুন ফিচার হোয়াটসঅ্যাপ স্টোরি-তে স্ক্রিনশট নিলেই মিলবে নোটিফিকেশন!
প্রযুক্তি দুনিয়ায় আবারো নতুন চমক! মেটা এবার হোয়াটসঅ্যাপ-এ নিয়ে আসছে একটি বিশেষ নিরাপত্তা ফিচার, যা আগে শুধুমাত্র স্ন্যাপচ্যাট-এ দেখা যেত। এবার থেকে কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপ স্টোরি বা স্ট্যাটাসের স্ক্রিনশট নেয়, সঙ্গে সঙ্গেই আপনি সেই স্ক্রিনশটের নোটিফিকেশন পেয়ে যাবেন!
স্ন্যাপচ্যাটের আগে থেকেই এই ফিচারের জন্য পরিচিত। কারো স্টোরি-র স্ক্রিনশট নিলেই, মালিককে তা জানিয়ে দেয় অ্যাপটি। এখন হোয়াটসঅ্যাপ-ও সেই পথেই হাঁটছে। এতে করে বাড়বে স্টোরি-র গোপনীয়তা ও নিরাপত্তা।
বিশেষজ্ঞদের মতে, এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা নিজেদের ব্যক্তিগত স্টোরি শেয়ারে আরও বেশি নিশ্চিন্ত বোধ করবেন। তবে অপরপক্ষে, যারা লুকিয়ে লুকিয়ে স্ক্রিনশট নিতেন, তাদের জন্য এটি হতে পারে এক নতুন সংকট!
মেটা এখনও আনুষ্ঠানিকভাবে এই ফিচারটি কবে থেকে চালু হবে সে সম্পর্কে কিছু জানায়নি। তবে টেস্টিং পর্যায়ে এটি অনেক ব্যবহারকারীর কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে।
সুত্রঃ ANDROID AUTHORITY
