মোবাইল আর্থিক সেবায় লেনদেন সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক
ঢাকা, ২৭ মার্চ: মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ব্যবহারকারীদের জন্য সুখবর! বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল লেনদেন প্ল্যাটফর্মে দৈনিক ও মাসিক জমা-উত্তোলনের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন গ্রাহক তার মোবাইল হিসাব থেকে দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জমা (ক্যাশ ইন) করতে পারবেন, যা পূর্বে ছিল ৩০ হাজার টাকা। মাসিক জমার সীমা ২ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে।
একই সঙ্গে উত্তোলনের (ক্যাশ আউট) সীমাও বৃদ্ধি করা হয়েছে। এখন দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং মাসে ২ লাখ টাকা উত্তোলন করা যাবে। পূর্বে এই সীমা ছিল দৈনিক ২৫ হাজার টাকা এবং মাসিক ১ লাখ ৫০ হাজার টাকা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এক সার্কুলার জারি করে এ ঘোষণা দিয়েছে।
ব্যাংক ট্রান্সফার অপরিবর্তিত
তবে নতুন নির্দেশনায় ব্যাংক ট্রান্সফারের সীমায় কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই দিনে সর্বোচ্চ ৫০ হাজার এবং মাসে ৩ লাখ টাকা লেনদেন করা যাবে।
ব্যবসা হতে ব্যক্তিতে লেনদেনের সীমা বৃদ্ধি
এছাড়া ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে ব্যক্তিগত অ্যাকাউন্টে অর্থ প্রেরণের (বিটুপি) দৈনিক সীমা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। মাসিক সীমা ২ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে।
হিসাবের স্থিতি সীমা বৃদ্ধি
এমএফএস হিসাবের স্থিতি সীমাও ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ, এখন একজন গ্রাহক তার মোবাইল হিসাবের মাধ্যমে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন। তবে ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে এই সীমা অপরিবর্তিত থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই নতুন নির্দেশনা মোবাইল আর্থিক সেবার ব্যবহার আরও সহজ ও সুবিধাজনক করবে, যা দেশের অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।
