ফেইসবুক মেসেঞ্জার পিন কেন চায়?ফেইসবুক সিকিউরিটি দিয়ে রাখুন।
ফেইসবুক নতুন আপডেট মেসেঞ্জার চ্যাট-বার্তা দেখতে হলে ৬ ডিজিট এর পিন ব্যবহার করে দেখতে হবে।
প্রথমে এডভান্স সিকিউরিটি জন্য পিন সেট করে নিতে হবে।
কিভাবে পিন সেটআপ করবেন?
পিন সেট করার জন্য কোনো রকম ডকুমেন্ট লাগবে না। ফেইসবুক অ্যাপ ও মেসেঞ্জার আপডেট করে নিন। তারপর মেসেঞ্জারে ঢুকলেই অটোমেটিক Create Pin অপশন চলে আসবে।সেখানে ৬ ডিজিটের পিন সেট করে পরবর্তী ধাপ কনফার্ম করুন।
কিভাবে পিন চেঞ্জ করবেন?
পিন চেঞ্জ বা পরিবর্তন এর ক্ষেত্রে মেসেঞ্জোরে ঢুকতে হবে এবং 3 (থ্রী ডট লাইনে) চাপ দিতে হবে। সেটিং আইকনে চাপ দিতে হবে, Scroll Down করে পরবর্তী Privacy লেখায় চাপ দিতে হবে। সেখানে দেখতে পারবেন Message Storage সেখানে চাপ দেওয়ার পর Reset Pin লেখায় চাপ দিয়ে পরবর্তী নতুন করে পিন সেট করে নিতে পারবেন।
পিন বন্ধ করার নিয়ম?
পিন অপশন বন্ধ করার জন্য ২য় ধাপ (কিভাবে পিন চেঞ্জ করবেন) একি নিয়মে Message Storage চাপ দেওয়ার পর Turn Off Secure Storage লেখায় চাপ দিয়ে পিন বন্ধ করে নিতে পারবেন।
পিন সেট করার সুযোগ-সুবিধা কী?
হোয়ার্টস অ্যাপ এর মতো মেসেঞ্জারও আপনার পার্সনাল ডাটা সিকিডির রাখতে ফেইসবুক এই পদক্ষেপটি নিয়ে থাকেন।
গত ২০২৩ এর আপডেট তখন সবার জন্য উন্মুক্ত ছিল না। এই বছরে সকল ইউজার দের জন্য পিন সেট করার জন্য উন্মুক্ত করে দিয়েছে ফেইসবুক।
এডভান্স সিকিউরিটি চালু করার মধ্যে সুবিধা পেয়ে থাকবেন, ইউজার দের একাউন্ট নতুন কোনো ডিভাইসে এবং অন্যান অ্যাপে লগিন করে চ্যাটিং করা মেসেজ ৬ ডিজিট পিন ছাড়া দেখা যাবে না। হ্যাকারদের কাছ থেকে বাচঁতে পারবেন ইউজার। আপনার মেসেজ চুরি করে হ্যাকাররা শেয়ার করতে পারবে না।পরবর্তী...


