End to End Encryption সমস্যা সমাধান।এটি কেনো অটোমেটিক চালু হয়?
End to End Encryption কী?
End to End Encryption হলো মেসেঞ্জারের মেসেজ গুলো সেফ রাখার জন্য মেসেঞ্জারের লেটেস্ট সিকিউরিটি এটা End to End Encryption.
যখন আমরা End to End Encryption চালু করি তখন আমাদের কাছ থেকে ৬ ডিজিটের একটি কোড চায় সেই কোড টা সেটআপ করার পর যখন নতুন কোনো ডিভাইসে মেসেঞ্জার লগিন করা হবে বা End to End Encryption চালু থাকা মেসেজগুলো যখন চেক করা হবে তখন কোডটি চায়।End to End Encryption চালু থাকা যেই মেসেজ গুলো অন্য ডিভাইসে দেখতে সমস্যা হয়ে থাকে।
End to End Encryption বন্ধ করার নিয়মঃ
সর্বপ্রথম মেসেঞ্জারে ডুকতে হবে এবং বাম পাশের 3 লাইন আইকনে চাপ দিয়ে Settings যেতে হবে।
পরবর্তী Privacy & Safety চাপ দিতে হবে। সিকিউরিটি অপশনে End to End Encrypted Chats সেইখানে চিপ দিতে হবে।
প্রথম দেখতে পারবেন Messege Storage এটি যদি চালু থাকে তাহলে আপনি অন্য ডিভাসের মেসেঞ্জারে মেসেজ গুলো দেখতে পারবেন না।
Messege Storage চালু থাকলে বন্ধ করে দিন এবং পরবর্তী Trun Off Secure Storage চাপ দিয়ে বন্ধ করে দিন।
Security Alerts থেকে অপশন গুলো যদি বন্ধ করে রাখেন সেক্ষেত্রে আপনি নতুন কোনো ডিভাইসে মেসেঞ্জার লগিন করলে নোটিফিকেশন পাবেন না।আপনি যদি নোটিফিকেশন পেতে না চান সেক্ষেত্রে Security Alerts এর অপশন গুলো বন্ধ করে রাখতে পারেন।আরো জানুন...
এই টা মূলত প্রসেস এভাবে বন্ধ করতে পারবেন।
