মেটার এআই প্রকল্পে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি
জেনারেটিভ এআই প্রযুক্তির দ্রুত চাহিদা মেটাতে অবকাঠামো খাতে বড় সিদ্ধান্ত নিয়েছে মেটা। ২০০ কোটি ডলারের ডেটা সেন্টার সম্পদ বিক্রির পরিকল্পনা করছে কোম্পানিটি। এ তথ্য উঠে এসেছে ৩১ জুলাই প্রকাশিত মেটার এক ত্রৈমাসিক প্রতিবেদনে।
সম্পদগুলোর মধ্যে রয়েছে জমি ও কিছু নির্মাণাধীন ভবন। এসব বিক্রি করে বা তৃতীয় পক্ষের হাতে তুলে দিয়ে যৌথভাবে ডেটা সেন্টার নির্মাণ করতে চায় মেটা, যাতে ব্যয় কিছুটা ভাগাভাগি করা যায়।
মেটার চিফ ফিন্যান্স অফিসার সুসান লি জানিয়েছেন, এখনো কোনো চূড়ান্ত চুক্তি না হলেও আর্থিক অংশীদারদের সঙ্গে একত্রে কাজের বিষয়টি অনেকটাই পাকাপোক্ত। পরিচালনা পর্ষদ এরই মধ্যে নির্দিষ্ট কিছু সম্পদ বিক্রির অনুমোদন দিয়েছে। ‘হেল্ড-ফর-সেল’ ক্যাটাগরিতে যুক্ত এসব সম্পদের মূল্য ২০৪ কোটি ডলার।
পরিকল্পনা অনুযায়ী, আগামী ১২ মাসের মধ্যে তৃতীয় পক্ষের সঙ্গে যৌথভাবে ডেটা সেন্টার তৈরির কাজ শুরু হবে।
এদিকে, মেটার প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ জানিয়েছেন, ভবিষ্যতের এআই-নির্ভর সুপারইন্টেলিজেন্স গঠনের জন্য কোম্পানি ‘সুপারক্লাস্টার’ ডেটা সেন্টারে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এর একটি ডেটা সেন্টারের আয়তন হবে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের সমান।
মেটা তাদের বার্ষিক মূলধন ব্যয়ের পূর্বাভাসের নিম্নসীমা ২ বিলিয়ন ডলার বাড়িয়ে ৬৬ থেকে ৭২ বিলিয়ন ডলারে উন্নীত করেছে। বিজ্ঞাপন বিক্রিতে ভালো ফল এবং এআই-নির্ভর কনটেন্ট ব্যবস্থাপনার উন্নতি ব্যয়ভার সামলাতে সাহায্য করছে বলেও জানানো হয়।
তথ্যসূত্র: রয়টার্স
