ফেসবুকে পাসওয়ার্ড ছাড়াই লগইন সম্ভব, চালু হলো 'পাসকি' ফিচার
ডিজিটাল নিরাপত্তা ও ব্যবহারকারীর সুবিধার দিকে আরও এক ধাপ এগিয়ে গেলো ফেসবুক। এবার থেকে ব্যবহারকারীরা পাসওয়ার্ড ছাড়াই নিজেদের অ্যাকাউন্টে লগইন করতে পারবেন। নতুন এই সুবিধার নাম Passkeys বা ‘পাসকি’।
ফেসবুক জানিয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা তাদের মুখের ছবি (Face ID), আঙুলের ছাপ (Fingerprint) বা PIN ব্যবহার করে নিরাপদভাবে লগইন করতে পারবেন। ফলে আর পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা বা ভুলে যাওয়ার ভয় নেই।
বিশেষজ্ঞরা বলছেন, পাসকি প্রযুক্তি ব্যবহারকারীদের ফিশিং ও হ্যাকিংয়ের ঝুঁকি থেকে রক্ষা করবে। একই সঙ্গে একাধিক ডিভাইসে সহজেই এক ট্যাপে লগইন করাও সম্ভব হবে।
পাসকি ফিচার কীভাবে চালু করবেন:
১. প্রথমে ফেসবুক অ্যাপ খুলুন
২. Settings মেনুতে গিয়ে Security বিভাগে প্রবেশ করুন
৩. সেখান থেকে Passkeys অপশন বেছে নিন
৪. আপনার ডিভাইসে থাকা Face ID, Fingerprint বা PIN রেজিস্টার করুন
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র ২ মিনিটেই এই সেটআপ সম্পন্ন করা সম্ভব।
প্রযুক্তিবিদদের মতে, এমন ছোট কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটগুলোই সাধারণ ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা ও ব্যবহার অভিজ্ঞতা আরও উন্নত করে তোলে।
