ছয়টি শর্ত পূরণ করলেই পাবেন ফেসবুক মনিটাজেশন।

 

ফটোঃ সংগৃহীত

ফেসবুক আপডেট হওয়ায় আগের মতো আলাদা ভাবে Ads On Reels এবং In Streem Ads. সেটাপ আর পাবে না। 
ফেসবুকে বর্তমান মনিটাইজের জন্য একটি অপশন পাবে কন্টেন্ট মনিটাইজেশন (Content Monetization) পেতে হলে মানতে হবে ছয়টি শর্ত...



১. ভিডিও,রিলস্, ফটো,টেক্স এই ৪(চার) টা অপশন মাল্টিপল এর মধ্যে যেকোনো একটা ভাইরাল হলে সেইটার মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন এবং কন্টেন্ট মনিটাইজ অপশন দিতে পারে।

২. ফেসবুক রিকমেন্ড করে আপনি প্রতিদিন রিলস্ আপলোড করুন।রিলস্ দ্বারা বেশি বেশি অডিয়েন্স আসে।

৩. ফেসবুকে পোস্ট করার আগে নিদিষ্ট ফ্রেম ব্যবহার করুন।
★লম্বা ভিডিও ফ্রেম সাইজ ( 1:1 ) অথবা ( 4:3 )
★ রিলস্ ফ্রেম সাইজ ( 9:16 )
★ ফটো ফ্রেম সাইজ ( 1:1 ) অথবা ( 4:3 )

৪. ফেসবুক কন্টেন্ট অরিজিনাল এবং ভালো কোয়ালিটি হতে হবে।


৫. পেজ তৈরি করা এবং যে ক্যাটাগরি ব্যবহার করবেন।তার উপর নির্ভর করে একি ক্যাটাগরি ভিডিও আপলোড করতে হবে।মিক্স ভিডিও,রিলস্,ফটো,টেক্স করা যাবে না।সব কিছু গুছানো এবং সাজিয়ে রাখতে পছন্দ করে ফেসবুক।

৬. Engagement বাড়াতে হবে।রিয়েক্ট, কমেন্টের রিপ্লাই এগুলো দিলে দ্রুত Engagement বাড়বে এবং ফেসবুক ফোকাস করবে।
এগুলো মেনে কাজ করতে পারলে।আপনিও জিরো ফলোয়ার এবং জিরো ওয়াচটাইম দিয়ে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন (Contain Monetization) আরো জানুন...
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url